প্রেস বিজ্ঞপ্তিঃ
টেকনাফ পৌর অঞ্চল নির্বাহী কমিটির উদ্যোগে ৭৪তম বিশ্ব মানবাধিকার দিবস পালিত পালিত হয়েছে। এ দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘সবার জন্য মর্যাদা, স্বাধীনতা এবং ন্যায়বিচার।’
১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। পরে
১৯৫০ সালে ১০ ডিসেম্বর দিনটিকে জাতিসংঘ বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা করে।
শনিবার (১০ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে টেকনাফে ৭৪তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার কমিশন টেকনাফ পৌর অঞ্চল নির্বাহী কমিটির উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি টেকনাফ জিরো পয়েন্ট শাপলা চত্বর শুরু হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ শহীদ মিনারে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে শহীদ মিনার প্রাঙ্গণে
এক আলোচনা সভা বাংলাদেশ মানবাধিকার কমিশন টেকনাফ পৌর অঞ্চল নির্বাহী কমিটির সভাপতি কে এম নুর মোহাম্মদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুল হক সাকির সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন টেকনাফ পৌর অঞ্চল নির্বাহী কমিটির
সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শহিদুল্লাহ, সহ-সভাপতি মোহাম্মদ ইউনুস,সহ-সভাপতি ওমর আব্বাস,অর্থ সম্পাদক এমরান হোসেন সুমন,সমাজ কল্যাণ সম্পাদক ফয়েজ উল্লাহ নুনু ও মানবাধিকার কর্মী মোহাম্মদ শফিক প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন টেকনাফ পৌর অঞ্চল নির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিবৃন্দ ও নারী মানবাধিকার কর্মীরা।