সংবাদ বিজ্ঞপ্তি:
মুক্তি কক্সবাজার টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নে নারী ও কিশোরীদের প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপি বিভিন্ন কার্যক্রম শুরু করেছে।
এর অংশ হিসেবে বৃহস্পতিবার (৮ ই ডিসেম্বর) হোয়াইক্যং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নারী ও কিশোরীদের প্রতি সহিংসতা প্রতিরোধে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, লিঙ্গভিওিক সহিংসতা প্রতিরোধ বিষয়ক একটি শিক্ষামূলক নাটিকা এবং প্রকল্পের নারী সদস্যদের আয় বৃদ্ধিমূলক কার্যক্রমের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী কৃষিবিদ প্রফুল্ল কুমার সরকার।
প্রকল্পের কিশোরী নেত্রী তসলিমা আক্তার শিপা তার বক্তব্যে নিজেকে ভবিষ্যতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে প্রতিষ্ঠিত করে নারী ও কিশোরীদেও প্রতি লিঙ্গভিত্তিক সহিংসতা বন্ধে কাজ করার দৃঢ় অভিব্যাক্তি প্রকাশ করেন।
অনুষ্ঠানে অক্সফাম ও প্রকল্পের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইউএন ওমেন এর অর্থায়নে অক্সফাম এর কারিগরি সহযোগিতায় ‘শিক্ষা, নেতৃত্ব ও জীবিকায়ন এর মাধ্যমে নারীর ক্ষমতায়ন প্রকল্প’টি বাস্তবায়ন করে আসছে মুক্তি কক্সবাজার।