মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজারের রামু উপজেলার কাউয়ার খোপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লট উখিয়ার ঘোনায় পাহাড় ধ্বসে একই পরিবারের ৪ জন ঘটনাস্থলে মারা গেছে। বুধবার ৭ নভেম্বর সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটের দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
রামু থানার ওসি আনোয়ারুল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, রামু উপজেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী এবং স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে পাহাড়ের নীচে চাপা পড়া ৪ জনের মৃতদেহ উদ্ধার করেছে।
মৃতরা হলো : বাড়ির কর্তা আজিজুর রহমান (৫৫), আজিজুর রহমানে স্ত্রী রহিমা খাতুন (৪৫), আজিজুর রহমানের শ্বাশুড়ি দিল ফুরুজ বেগম (৭০) এবং আজিজুর রহমানের পুত্রবধু নাসিমা আখতার (২৫)।
রামু’র ইউএনও ফাহমিদা মুস্তফা জানান, রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ার ঘোনা এলাকায় জাদি পাহাড়ের পাদদেশে অত্যন্ত ঝুকিপূর্ণ অবস্থায় আজিজুর রহমান (৫৫) এর বসতভিটাটি ছিলো। বুধবার সন্ধ্যায় পাহাড়ের বিরাট একটা অংশ বিকট শব্দে ধ্বসে সেই বসত বাড়ির উপর পড়ে। তখন বাড়ির ৪ জন রাতের খাবার খাওয়া অবস্থায় ছিলো। পাহাড়ের চাপায় ঘটনাস্থলেই ৪ জন মৃত্যূবরণ করে।
ঘটনার পরপর রামু’র ইউএনও ফাহমিদা মুস্তফা, ওসি আনোয়ারুল হোসাইন, স্থানীয় ইউপি মেম্বার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে মৃতদের পরিবারকে ১ লক্ষ টাকা মানবিক সহায়তা দেয়া হয়েছে। এছাড়া মৃতদের দাফন কাফনে রামু উপজেলা প্রশাসন আর্থিক সহায়তা দিচ্ছে বলে জানা গেছে।