সোয়েব সাঈদ, রামু:
কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ারদীঘি মৌলভী বাজারে অগ্নিকান্ডে ৭টি দোকান ভষ্মিভুত হয়েছে। রবিবার, ৪ ডিসেম্বর দিবাগত রাত দেড়টায় এ অগ্নিকান্ড সংগঠিত হয়। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হচ্ছে- হোসাইন আহমদের মুদি দোকান, জাফর আহমদের মুদি দোকান, মোহাম্মদ হোসাইনের কাঁচা মালের দোকান, ফয়জুল কবিরের কৃষি উপকরণের দোকান, আবদুল্লাহ আল মাসুমের চাউলের দোকান, মামুনের কুলিং কর্ণার ও আমির হোসেনের চায়ের দোকান।
ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন- আমির হোসেনের চায়ের দোকান থেকে রাত দেড়টার দিকে আগুনের সূত্রপাত্র হয়। মূুহুর্তে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ায় কোন ব্যবসায়ি মালামালও বের করতে পারেননি।
বাজারের ব্যবসায়ি মিজানুর রহমান জানিয়েছেন- খবর পেয়ে রামু ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা অগ্নিকান্ডস্থলে পৌঁছলেও ততক্ষনে বাজারের ওই অংশে থাকা ৬টি দোকানের সবকটি পুড়ে যায়। তিনি আরো জানান- এ অগ্নিকান্ডে বাজারের এসব ব্যবসায়ি পুরোপুরি নিঃস্ব হয়ে পড়েছে।
রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা ও খুনিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল হক অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্তদের তাৎক্ষনিক সহায়তা দিয়েছেন।