আদালত প্রতিবেদক :

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত রোববার ২৭ নভেম্বর থেকে আইনজীবীরা বর্জন করবেন। শনিবার ২৬ নভেম্বর বিকেলে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমিতির জরুরি সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সমিতির কার্যনিবাহী কমিটির এ বছরের ১৪ জুনের সভার সিদ্ধান্তে এবং এ বছরের গত ১৩ অক্টোবর অনুষ্ঠিত সাধারণ সভার সিদ্ধান্তের আলোকে অনির্দিষ্ঠকালের জন্য আদালত বর্জনের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আইনজীবীদের প্রতি জেলা ও দায়রা জজের কটুক্তি, স্বেচ্ছাচারিতা, কর্মচারীদের বিভিন্ন অনিয়ম সহ বিভিন্ন অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আইনজীবী সমিতির কর্মকর্তারা জানিয়েছেন।