চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের ইপিজেড থানা এলাকায় নিখোঁজ শিশু আয়াতকে হত্যার পর ছয় টুকরা করে পানিতে ফেলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার আবির আলির বরাতে শুক্রবার পুলিশ এ তথ্য জানায়।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) চট্টগ্রাম মহানগরের পুলিশ সুপার নাঈমা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিখোঁজের ১০ দিন পর শুক্রবার (২৫ নভেম্বর) ইপিজেডের আকমল আলী রোড এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এর আগে ১৫ নভেম্বর বিকেল সাড়ে ৩ টায় নগরীর ৩৯ নম্বর ওয়ার্ডের নয়ারহাট বিদ্যুৎ অফিসের সামনে থেকে নিখোঁজ হয় সে। একইদিন রাতে ইপিজেড থানায় নিখোঁজ ডায়েরি করেন আয়াতের বাবা সোহেল রানা।
ইপিজেড থানা পুলিশ জানায়, সকালে লাশ পাওয়ার খবর পেয়ে ইপিজেড থানাধীন আকমল আলী সড়কের পকেট গেটে অভিযান চালানো হয়। সেখান থেকে আটক একজনের স্বীকারোক্তিমতে আয়াতের জামা, জুতা ও অন্যান্য জিনিস উদ্ধার করা হয়। এ ঘটনায় একাধিক তদন্ত টিম কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে।