মুহাম্মদ মনজুর আলম, চকরিয়া:

কক্সবাজারের চকরিয়া মাতামুহুরী নদী থেকে আড়াই মাস বয়সের এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির মা,বাবাসহ পরিবারের সদস্যদের থানায় জিজ্ঞাসাবাদ করছে পলিশ।

সুরাজপুর মাঝের পাড়ি স্টেশন জামে মসজিদের মুসল্লীগণ বুধবার ফজরের নামাজের পর মাতামুহুরি নদীতে ভাসমান মৃত শিশুটিকে দেখতে পায় স্থানীয় লোকজন পরে স্থানীয়দের সহযোগিতায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয় ।

উদ্ধারকৃ মৃতশিশু আনাছ (আড়াই মাস) উপজেলার সুরাজপুর- মানিকপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড মধ্য সুরাজপুর গ্রামের হোসাইন আলীর পূত্র বলে জানা গেছে।

শিশুটির পিতা হোসেন আলী বলেন, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে সবাই ঘুমিয়ে গেলে সবার অগোচরে কখন কিভাবে আমার আড়াই মাস বয়সের ছেলে আনাছ নদীতে পড়ে মারা গেলো তা জানিনা। রাতে তাদের বাড়িতে হোসাইন আলীর বড় বোন ও তার বউয়ের এক ছোট বোন ছাড়া আর কেউ ছিলোনা বলেও জানান।

এদিকে ফুটফুটে শিশু আনাছের মৃত্যু রহস্যজনক উল্লেখ করে এলাকায় গুঞ্জন শুরু হলে, চারিদিকে হৈচৈ শুরু হয় স্থনীয়দের মাঝে।

স্থানীয় এক প্রতিবেশী জানান, কয়েকদিন পূর্বে হোসেন আলীর বাড়ি থেকে স্বর্ণের আংটি, আইডি কার্ড ও কিছু কাগজপত্র হারিয়ে যায়। হারানো জিনিসপত্র উদ্ধারের জন্য মঙ্গলবার রাতে বৈদ্যের মাধ্যমে আসন পেতে মালামাল গুলো উদ্ধারের চেষ্টা চালানো হয়।

কক্সবাজার জেলা পুলিশের চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ তফিকুল আলম ও চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, আড়াই মাসের শিশু বাড়ি থেকে দুইশগজ দুরে নদীতে পড়ে মারা যাওয়া! রহস্যজনক মনে হওয়ায় পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করতে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।