মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ-কে কক্সবাজার সিটি কলেজের গভর্নিং বডি’র সভাপতি ও সাবেক সভাপতি অধ্যাপিকা এথিন রাখাইনকে বিদ্যোৎসাহী সদস্য হিসাবে মনোনয়ন দেওয়া হয়েছে।

মঙ্গলবার ১ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফাহিমা সুলতানা স্বাক্ষরিত ৫৬১৬৫ নম্বর স্মারকে অধ্যক্ষের কাছে প্রেরিত এক আদেশে আগামী ২ বছরের জন্য অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ-কে এ মনোনয়ন দেওয়া হয়। একই আদেশে সাবেক সংসদ সদস্য এ থিন রাখাইন-কে গভর্নিং বডি’র বিদ্যোৎসাহী সদস্য হিসাবে মনোনয়ন দেওয়া হয়েছে।

দক্ষিণ চট্টগ্রামের সর্বোচ্চ বেসরকারি বিদ্যাপীঠ কক্সবাজার সিটি কলেজের গভর্নিং বডি’র সভাপতি পদে মনোনয়ন পাওয়া বিশিষ্ট শিক্ষাবিদ ফরিদুল আলম কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক, নির্বাচিত সাধারণ সম্পাদক, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এবং বর্তমানে জেলা আওয়ামী লীগের অন্যতম নির্বাহী সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন। স্বনামধন্য সমাজকর্মী অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ কক্সবাজার জেলা স্কাউট কমিশনার, সাপ্তাহিক সাগরকন্ঠের সম্পাদক, কক্সবাজার প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও নির্বাহী কমিটির সদস্য সহ বিভিন্ন শিক্ষা, কল্যাণ ও সমাজসেবামূলক প্রতিষ্ঠানের সাথে সক্রিয়ভাবে জড়িত।

অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ ১৯৯৭ সালের ৩ মার্চ কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন এবং জেলার সর্বোচ্চ আইন কর্মকর্তা অর্থাৎ পিপি হিসাবে তিন বছর ধরে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ সুপ্রীম কোর্টেরও তালিকাভুক্ত একজন জ্যেষ্ঠ আইনজীবী।

মরহুম আমির হামজার সন্তান দৃঢ় আত্মপ্রত্যয়ী ও স্বপ্নবাজ অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ এর সহধর্মিণী কক্সবাজার সিটি কলেজের সহকারী অধ্যাপক। তিনি ৩ কন্যা সন্তানের জনক।

কক্সবাজার সিটি কলেজ গভর্নিং বডি’র সভাপতি পদে মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি, কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাহ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি কক্সবাজার সিটি কলেজকে সারাদেশের মধ্যে একটি মডেল কলেজ হিসাবে রূপান্তর করতে এবং সর্বোচ্চ শিক্ষা বান্ধব পরিবেশ সৃষ্টিতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

এদিকে, গভর্নিং বডি’র বিদ্যোৎসাহী সদস্য পদে মনোনয়ন পাওয়া অধ্যাপিকা এথিন রাখাইন ৪ বার  কক্সবাজার সিটি কলেজের গভর্নিং বডির সভাপতি ছিলেন ।  সংরক্ষিত মহিলা আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য । বর্তমানে কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি।