মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

রামু’র রশিদ নগর ইউনিয়নের পানির ছরা গ্রামের বাসিন্দা, এরশাদ ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী, বিশিষ্ট সমাজকর্মী মোঃ হান্নান ছিদ্দিকী’র নামাজে জানাজা শনিবার ১৫ অক্টোবর আছরের নামাজের পর রশিদ নগর পানির ছরা এরশাদ ফিলিং স্টেশন মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নামে। জানাজায় অংশ নেওয়া মুসল্লীদের আবেগ দেখে মনে হয়েছে, তাদের প্রাণের মানুষ হান্নান ছিদ্দিকীকে যেন তাঁরা চিরবিদায় দিতে কোনভাবেই প্রস্তুত নয়।

বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আবদুল গণি’র ইমামতিতে অনুষ্ঠিত জানাজার পূর্বে মরহুম মোঃ হান্নান ছিদ্দিকীর বর্নাঢ্য জীবনের স্মৃতিচারণ করে কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, রামু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামশুল আলম মন্ডল, ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন, রশিদ নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল করিম, কাজী মুজিব বেলাল, শফিকুর রহমান, মরহুমের ছোট ভাই, রশিদ নগর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন, মরহুমের কনিষ্ঠ সন্তান আবিদ এরশাদ প্রমুখ বক্তব্য রাখেন।

জানাজা শেষে রশিদ নগর পানির ছরা বায়তুল্লাহ জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে মোঃ হান্নান ছিদ্দিকী’কে চিরনিদ্রায় শায়িত করা হয়।

প্রসঙ্গত, বিশিষ্ট সমাজকর্মী মোঃ হান্নান ছিদ্দিকী (৫৬) শনিবার ১৫ অক্টোবর রাত ৩ টার দিকে পানির ছরাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)। মরহুম মোঃ হান্নান ছিদ্দিকী দীর্ঘ প্রায় ১০ মাস যাবৎ কোলন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি ভারত সহ দেশের বিভিন্ন বিখ্যাত হাসপাতালে চিকিৎসা সেবা নেন।

মোঃ হান্নান ছিদ্দিকী বৃহত্তর জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মরহুম এরশাদুল হক ও মরহুমা শামসুন নাহারের জ্যেষ্ঠ পুত্র। কক্সবাজার সদর উপজেলার বৃহত্তর ঝিলংজা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আবু বকর সিদ্দিক ও পানির ছরার মরহুম এজাহার মিয়ার এর নাতি এবং বৃহত্তর ঝিলংজা ইউনিয়ন পরিষদের আরেক সাবেক চেয়ারম্যান মরহুম মাহমুদুল হক ওসমানী’র ভাগিনা। মোঃ হান্নান ছিদ্দিকী রশিদ নগর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ছিলেন। তিনি রশিদ নগর ইউনিয়ন পরিষদের নির্বাচনে অন্যতম চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন।

সজ্জন, অমায়িক, পরোপকারী, মানবিক গুণাবলী সম্পন্ন মোঃ হান্নান ছিদ্দিকী মৃত্যুকালে স্ত্রী, ২ পুত্র, ১ কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে যান।