দেলওয়ার হোসাইন, বাঁশখালী থেকে ;

স্থগিত হওয়া চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে সরকার দলীয় নৌকা প্রার্থী বর্তমান চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীর বিজয় হয়েছে। প্রকাশিত ফলাফলে নৌকা প্রতীক পেয়েছেন ৯ হাজার ২শত ৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী ফজলুল কাদের আনারস প্রতীক পেয়েছেন ৫ হাজার ৭শত ১৬ভোট। সব কয়টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে সকাল ৮ থেকে বিরতিহীন বিকাল ৪টা পযর্ন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। ভোট চলাকালীন র্যাব, জেলা ডিবি পুলিশ স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করেছেন। নির্বাচনে দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তা রকবর চাকমা জানান, শান্তিপূর্ণ পরিবেশে স্থগিত হওয়া বাঁশখালী ১০ নং চাম্বল ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য আজ বুধবার ( ১২ অক্টোবর) অনুষ্ঠিত হওয়া ওই ইউনিয়নের ভোট গ্রহন এর আগে বর্তমান চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী নির্বাচনী পথ সভায় বিতর্কিত বক্তব্য দেয়ায় ওই ইউনিয়নের চলতি বছরের ১৫ জুন ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি) । একই সঙ্গে সেখানকার আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীর বিরুদ্ধে মামলার নির্দেশ দেওয়া হয়েছে। পরে চলতি বছরের ১৪ জুলাই ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করেন নির্বাচন কমিশন (ইসি)। মহামান্য হাইকোর্টের এক আদেশের আলোকে ১৪ জুলাই অনুষ্ঠিতব্য চাম্বল ইউপি নির্বাচনও ২য় বারের মত স্থগিত করে দেন (ইসি)। অবশেষে আজ ১২ অক্টোবর ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।