মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার শহরের টেকপাড়া জামে মসজিদের সম্মুখস্থ এলাকার ‘রুম্মান’ ভবনের বাসিন্দা আলহাজ্ব নজির আহমেদ (৮৫) আর নেই। শনিবার ১ অক্টোবর ভোর সাড়ে ৩ টার দিকে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।

মরহুমের নিকটাত্মীয় ও
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়া উদ্দিন আহমদ এ তথ্য জানিয়েছেন।

মরহুম নজির আহমেদ টেকপাড়ার মরহুম ফজল করিমের সন্তান। তিনি চাকুরী জীবনে শিল্প মন্ত্রণালয়ের অধীন কর্ণফুলী পেপার মিল (কেপিএম) এর অবসরপ্রাপ্ত এজিএম এবং চীফ একাউন্টস অফিসার ছিলেন।

মরহুম নজির আহমেদ মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। তিনি এসএসসি ১৯৮৪-ব্যাচ এর সদস্য চুরাশিয়ান জাবেদ নাছির আহমেদ এর পিতা এবং চুরাশিয়ান নাজমুল করিম জুয়েল ও এহসানুল করিম সোহেল এর চাচা। টেকপাড়ার প্রবীণ মুরব্বি নজির আহমেদ এর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানাজা :

মরহুম নজির আহমেদ এর নামাজে জানাজা শনিবার ১ অক্টোবর আছের নামাজের পর কক্সবাজার শহরের টেকপাড়া জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে বলে মরহুমের ভ্রাতুষ্পুত্র নাজমুল করিম জুয়েল জানিয়েছেন।