কুতুবদিয়া প্রতিনিধি:
মৃত্যু আর নয়, সবার সাথে সমন্বয়- এ প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের কুতুবদিয়ায় বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করা হয়।
বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষ্যে জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, সিডিসি স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা শাহীন আবদুর রহমানের সভাপতিত্বে আবাসিক মেডিকেল অফিসার ডা. রেজাউল হাসানের সঞ্চালনায় সভায় অংশ নেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম, কুতুবদিয়া থানার তদন্ত ওসি কানন সরকার, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার শহিদুল্লাহ,উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা শাহাব উদ্দীন প্রমুখ।
বক্তারা বলেন, জলাতংক এ রোগে ৯০ ভাগই আক্রান্ত হয় কুকুরের কামড়ে। তাছাড়াও বিড়াল, শেয়াল, বেঁজি ও বানরের কামড়েও এ রোগ হয়ে থাকে। আক্রান্ত কুকুর, বিড়াল, শিয়াল ও অন্যান্য বন্য প্রাণীর লালায় এ রোগের ভাইরাস থাকে। এসব প্রাণীর কামড়ে ভাইরাসটি ক্ষতস্থান থেকে মস্তিষ্কে সংক্রমিত হয় এবং এতে স্নায়ুতন্ত্রের নানা রকম জটিল উপসর্গ দেখা দেয়।
ফলে, একপর্যায়ে রোগী পক্ষাঘাতগ্রস্থ হয়ে শ্বাস ও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করে।