মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজারের কৃতিসন্তান রহমত সালাম কক্সবাজার জেলার বৃহৎ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হাসেমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মনোনীত হয়েছেন। শুক্রবার ২৯ জুলাই অধ্যক্ষ নিয়োগ কমিটির এক সভায় রহমত সালাম-কে এ মনোনয়ন দেওয়া হয়।

নিয়োগ কমিটির সদস্য, হাসেমিয়া কামিল মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক মোহাম্মদ ছৈয়দ নুর এ তথ্য জানিয়েছেন।

তিনি আরো জানান, অধ্যক্ষ পদে আবেদনকারীদের মধ্যে ১৩ জনের আবেদন বাছাইতে উত্তীর্ণ হয়েছিল। তারমধ্য ৮ জন আবেদনকারী নিয়োগ পরীক্ষায় অংশ নেন। লিখিত ও মৌখিক পরীক্ষা এবং সনদ পর্যালোচনায় রহমত সালাম সর্বোচ্চ নম্বর পেয়ে অধ্যক্ষ মনোনীত হয়েছেন।

নিয়োগ কমিটিতে মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি আনোয়ার হাদী, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি অধ্যাপক আবুল কালাম আজাদ, মাদ্রাসা অধিদপ্তরের মহাপরিচালক এর প্রতিনিধি কক্সবাজার সদর উপজেলার ইউএনও মোহাম্মদ জাকারিয়া, মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আতাউল্লাহ, মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক মোহাম্মদ ছৈয়দ নুর উপস্থিত ছিলেন। হাসেমিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মুহিবউল্লাহ তিন বছর আগে অবসরে যাওয়ায় মাদ্রাসার অধ্যক্ষের পদটি শূন্য হয়।

হাসেমিয়া কামিল মাদ্রাসার নতুন অধ্যক্ষ রহমত সালাম কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের নতুনমহাল গ্রামের আবুল হোসাইন ও দিলনুর বেগমের পুত্র। অত্যন্ত মেধাবী রহমত সালাম ১৯৯৭ সালে আরবী সাহিত্য নিয়ে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে অনার্স মাস্টার্স সম্পন্ন করেন।

চাকুরী জীবনের শুরুতে কক্সবাজারের উখিয়ার এমদাদুল উলুম ফাজিল মাদ্রাসায় আরবী’র প্রভাষক হিসাবে সাথে দায়িত্ব পালন করেন সফলভাবে। রহমত সালাম বর্তমানে গাজীপুরের চান্দ্রা রহমানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ পদে কর্মরত আছেন।

২০০০ সালে গাজীপুরের উচ্চশিক্ষিতা কাজী মাহফুজা-কে জীবনসঙ্গিনী হিসাবে বেচে নেন শিক্ষাবিদ রহমত সালাম। তাঁর সহধর্মিণী কাজী মাহফুজাও গাজীপুরের চান্দ্রা রহমানিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক হিসাবে বর্তমানে দায়িত্ব পালন করছেন। অধ্যক্ষ রহমত সালাম ও প্রভাষক কাজী মাহফুজা দম্পতির ২ পুত্র সন্তানের মধ্যে প্রথম সন্তান সুলতানুস সালেহীন ঢাকাস্থ ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কম্পিউটার সাইন্স বিষয়ে চতুর্থ সেমিস্টারে অধ্যয়নরত এবং কনিষ্ঠ সন্তান সুলতানুস আদিল তৃতীয় শ্রেণিতে অধ্যয়নরত।

এদিকে, তীব্র প্রতিযোগিতাপূর্ণ নিয়োগ পরীক্ষায় হাসেমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ পদে উত্তীর্ণ হওয়ায় মহান আল্লাহ’র কাছে শোকরিয়া জ্ঞাপন করে নিয়োগ কমিটি সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন-রহমত সালাম। তিনি হাসেমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ পদে ভবিষ্যতে দায়িত্ব পালনকালীনকালে আল্লাহর অসীম রহমত ও মাদ্রাসার গভর্নিং বডি, শিক্ষক, প্রশাসন, মাদ্রাসা শিক্ষা বোর্ড, অধিদপ্তর, অভিবাবক, শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।