মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁওতে যাত্রীবাহী সেন্টমার্টিন দ্বীপ বাসের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত আবদুল মজিদ (২০) ইসলামপুর ইউনিয়নের কৈলাশের ঘোনা এলাকার আবু তাহেরের ছেলে ও ঈদগাঁও কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
শুক্রবার (১৮ মার্চ) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে ইসলামপুর ইউনিয়নের ঝনঝনিয়া ব্রীজ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মালুমঘাট হাইওয়ে থানার উপপরিদর্শক টিপু রায় জানান, খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করি। পরে পরিবারের মাঝে লাশ হস্তান্তর করা হয়। হাইওয়ে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ডুলাহাজারা এলাকা থেকে বাসটি জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে বাগেরহাট জেলার বাসিন্দা জবরুল ফকির (৫১) নামের চালককে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ বা মামলা দায়ের করলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
প্রত্যক্ষর্শীরা জানায়, ঢাকা অভিমূখী সেন্টমার্টিন দ্বীপ নামের যাত্রীবাহী বাসটি উল্লেখিত স্থানে পৌঁছে একটি টমটম (ইজিবাইক) কে সজোরে ধাক্কা দেয়। এ সময় আবদুল মজিদ ঘটনাস্থলে প্রাণ হারায়। এদিকে দূর্ঘটনায় কলেজ ছাত্র আবদুল মজিদের মৃত্যুতে তার বন্ধু মহল, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া বিরাজ করে।