মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কক্সবাজার কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন।

সোমবার ২১ ফেব্রুয়ারী রাত ১২ টা ১ মিনিটে সর্বপ্রথম কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ এর নেতৃত্বে ফুল দিয়ে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এর সময় অন্যান্যের মধ্যে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্নেল (অবঃ) ফোরকান আহমদ, ডিডিএলজি (উপসচিব) শ্রাবস্তি রায়, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবু সুফিয়ান, কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল ও এডভোকেট রনজিত দাশ, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কক্সবাজার জেলা প্রশাসন কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন এর পর কক্সবাজারের সর্বস্থরের জনসাধারণ ও বিভিন্ন প্রতিষ্ঠান শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে থাকে।