মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
ঈদগাঁহ উপজেলার বাঁশঘাটা রোডস্থ ঈদগাঁহ বাজার এলাকার সাহাব মিয়ার পুত্র ছব্বির আহমদ (২৮) গত ১৩ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১০ টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়ে যান। এ বিষয়ে ছব্বির আহমদ এর ছোট ভাই আহমদ শরীফ (২৬) বাদী হয়ে ঈদগাঁহ থানায় একটি সাধারণ ডায়রি করেন।
বিষয়টি র্যাব-১৫ অবগত হওয়ার পর এক সাঁড়াশি অভিযান চালিয়ে অপহৃত ছব্বির আহমদ কে অপহরণের দীর্ঘ ৫ দিন পর ১৮ ফেব্রুয়ারী বেলা ২ টা ৫৫ মিনিটের দিকে কক্সবাজার সদর উপজেলার খোলাতলী নামক স্থান থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।
র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মো: বিল্লাল উদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
উদ্ধারকৃত ছব্বির আহমদকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।