সিবিএন:

বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলে অভিযান চালিয়ে ৬ জলদস্যুকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের কারো নাম ও পরিচয় জানা যায়নি।

শুক্রবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে এ বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিাত্ততে রাত সাড়ে ৯টার দিকে মহেশখালী চ্যানেলে অভিযান চালায় র‌্যাবের একটি দল। এসময় ছয় জলদস্যুকে আটক করা হয়। তাদের কাছ থেকে তিনটি বন্দুক ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।