আব্দুস সালাম,টেকনাফ:
কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত মোঃ ফয়েজের ছেলে মুফিজুর রহমান (১৪) নামে এক কিশোরকে উদ্ধার করেছে এপিবিএন পুলিশ সদস্যরা।

১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক তারিকুল ইসলাম তারিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,গত মঙ্গলবার এক কিশোরকে গহীন পাহাড়ের পাদদেশে অপহরণ করে নিয়ে যায় মর্মে সংবাদ পায়।
বুধবার (১২ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স কয়েকটি টীমে বিভক্ত হয়ে সম্ভাব্য সকল স্থানে অভিযান পরিচালনা করা হয়। পরে এপিবিএনের আভিযানিক তৎপরতায়, নয়াপাড়া ক্যাম্পস্থ এইচ ব্লকের পার্শ্বে কাঁটাতারের বাহিরে পাহাড়ের গহীন অরণ্য থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়। অপহরণের সাথে জড়িত রোহিঙ্গা মো.শরীফ(১৫), পিতাঃআব্দুল কুদ্দুস, ব্লক-বি, শেড নং-১০৬৪, এমআরসি-৫৪৪৩২ ও মোঃইউনুস(১৮), পিতা-আব্দুল্লাহ, ক্যাম্প-২৪, ব্লক-এ/৩, ঘর নং-৩১১, এফসিএন-২৫৬৭৫৯’ দের গ্রেফতার করতে সক্ষম হয়।

তিনি আরো জানান,গ্রেফতারকৃত রোহিঙ্গা আসামিদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।