বার্তা পরিবেশক :

ঈদগাঁও জালালাবাদে ছোট ভাইয়ের হাতে লাঠির আঘাতে বড় ভাই গুরুতর জখম হয়েছে। আহত মো. আরিফ উল্লাহ (৩৮) ঈদগাহ মডেল হাসপাতাল এন্ড ডায়াবেটিস কেয়ার সেন্টারে প্রাথমিক চিকিৎসা নেন। আহত আরিফ উল্লাহর অবস্থা এখনো আশংকাজনক বলে জানান চিকিৎসকরা। তাই আরো উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ০৯ টার দিকে ঈগগাহ জালালাবাদ ইউনিয়নের (০৪ নং ওয়ার্ড) কামার পাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আহত আরিফ উল্লাহ একজন প্রবাসী। দীর্ঘ ২১ বছর ধরে সৌদি আরব অবস্থান করেন। সেখান থেকে ব্যবসার উদ্দ্যেশ্যে টাকা পয়সা পাঠায় ছোট ভাইদের হাতে। ছোট ভাইয়েরা এই টাকা পয়সা নিয়ে ব্যবসা প্রতিষ্টান শুরু করে এবং জায়গায় জমি সব একাই ভোগ করার উদ্দ্যেশ্যে বড় ভাইকে অস্বীকার করে।

গত ১৪ ডিসেম্বর আরিফ উল্লাহ দেশে এলে ছোট ভাইয়ের অন্যায় নিয়ে কথা বলায় দ্বিরদ পাকে। ফলে এক পর্যায়ে গত ৬ জানুয়ারি নিজ বাড়ির ওঠানে এই ঘটনা ঘটে। ঘটনার দিন ছোট ভাই সৈকত রুবেল (৩২), আবু তৈয়ুব (২৫) সহ বড় বোনের স্বামী মইনুল হক মিলে হত্যার উদ্দ্যেশ্যে আঘাত করে বলে জানান আহত আরিফ উল্লাহ।

প্রত্যক্ষদর্শীরা জানান, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ২ ছোট ভাইসহ বোনের স্বামী মিলে তার বড় ভাইকে লাঠি ও লোহার রড এলোপাথারী আঘাত করে জখম করে। এতে মাথায় গুরুতর জঘম হয়। বড় ভাইয়ের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। উপজেলার জালালাবাদ ইউনিয়নের নিবাসী মৃত মুক্তার আহমদের ছেলে সৈকত রুবেল ও আবু তৈয়ুব তারা আরিফ উল্লাহর আপন ভাই। এলাকাবাসী জানান, দীর্ঘ দিন এদের মধ্যে পৈত্রিক জমিজমা ও ধনসম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। আর ঐ বিরোধের জের ধরে আজ ছোট ভাইয়েরা হত্যার উদ্দ্যেশ্যে লোহার রড দিয়ে আঘাত করে হাতে ও মাথায় গুরুতর জখম করেছে।