সিবিএন:

সরকারি চাল আত্মসাতের মামলায় কারান্তরীন কুতুবদিয়া বড়ঘোপ খাদ্য গোদাম কর্মকর্তা (ওসি) পলাশ পাল চৌধুরীর জামিন নামঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার (৪ জানুয়ারি) কক্সবাজার সিনিয়র স্পেশাল জজ আদালতে জামিন শুনানি শেষে বিচারক মোহাম্মদ ইসমাইল এ আদেশ দেন।

এডভোকেট নুরুল মোস্তফা মানিক, এডভোকেট আয়াছুর রহমানসহ একদল আইনজীবী আসামির পক্ষে ছিলেন।

দুদকের পক্ষে ছিলেন পিপি এডভোকেট মোহাম্মদ আবদুর রহিম।

আসামি পলাশ পাল চৌধুরী রামুর রাজারকুলের ২ নং ওয়ার্ডের পাল পাড়ার মৃত জওহুর লাল পাল চৌধুরীর ছেলে।

খাদ্য গোদাম থেকে ৫,২৭৪ বস্তা সরকারি চাল, যার বাজার মূল্য ১ কোটি ৭০ লাখ ৫০ হাজার ৮৭৪ টাকা আত্মাসাতের অভিযোগে পলাশ পাল চৌধুরীর বিরুদ্ধে ২০২০ সালের ২৯ জুলাই কুতুবদিয়া থানায় মামলা করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আফিফ-আল-মাহমুদ ভুঁইয়া। মামলাটি তদন্ত করছে দুদকের চট্টগ্রাম কার্যালয়। যার স্পেশাল মামলা নং -১৩/২০২০।

এ মামলায় পলাশ পাল চৌধুরীকে গ্রেফতার করে দুদক। তখন থেকে তিনি কারাবন্দী।

দুদকের নিয়োজিত পিপি এডভোকেট মোহাম্মদ আবদুর রহিম বলেন, খাদ্য গোদাম কর্মকর্তা (ওসি) পলাশ পাল চৌধুরী দায়িত্বকালে সরকারি গোদামের ৫,২৭৪ বস্তা সরকারি চাল আত্মসাতের উদ্দেশ্যে অন্যত্র বিক্রি করেন। যার বাজার মূল্য ১ কোটি ৭০ লাখ ৫০ হাজার ৮৭৪ টাকা। পরে জেলা প্রশাসন খালি গোদাম সীলগালা করে। ঘটনার পর থেকে তিনি পলাতক থাকেন। পরে তাকে গ্রেফতার করা হয়।