আব্দুস সালাম,টেকনাফ :
কক্সবাজারের টেকনাফ সদরের মিঠাপানির ছড়া এলাকায় এক বসত বাড়ির শয়ন কক্ষের ড্রামের ভিতরে লুকায়িত অবস্থায় ৩০হাজার ইয়াবা ও ১২বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩ জানুয়ারী) ভোররাতে সদর ইউনিয়নের ওই এলাকা থেকে ফেন্সিডিল ও ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
পলাতক আসামি হলেন,একই এলাকার মোঃ নুরুল হকের ছেলে মো. ইউনুছ আলী।
এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)মো.হাফিজুর রহমান।
তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি চৌকষ টিম টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া এলাকায় ইউনুছ আলীর বসত বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে ইউনুছ আলী পালিয়ে যায়।পরে ঐ বসত ঘর তল্লাশি চালিয়ে নিজ কক্ষে আলমারির পাশে ড্রামের ভিতরে লুকায়িত অবস্থায় ১২বোতল ফেন্সিডিল ও ৩০ হাজার ইয়াবা পাওয়া যায়।এঘটনায় বাড়ির মালিক ইউনুছ আলীকে পলাতক আসামি করা হয়।
তিনি আরো জানান,এঘটনায় পলাতক আসামি ইউনুছ আলীকে গ্রেফতারের চেষ্টায় অভিযান অব্যাহত রয়েছে।