সিবিএন:
কক্সবাজারের ঈদগাঁওয়ে বিছানায় দুই মেয়ে ও সিলিং ফ্যানে ঝুলন্ত মায়ের মরদেহ পাওয়া গেছে। বিকালের দিকে এই ঘটে দীর্ঘক্ষণ মরদেহ তিনটি ঘিরে রাখার পর রাত ৮টার দিকে সিআইডির ক্রাইমসিন টিম গিয়ে আলামত সংগ্রহ করার মরদেহগুলো উদ্ধারের প্রক্রিয়া চলছে।
মৃতরা হলেন- উপজেলার ইসলামপুর ইউনিয়নের কৈলাষের ঘোনা গ্রামের বাসিন্দা মৃত আজিজুর রহমানের ছেলে শহিদুল হকের স্ত্রী জিসান আকতার (২৫) এবং তাদের মেয়ে সাইফা শহিদ জাবিন (৫) ও সাইফা শহিদ জেরিন (২)।
স্থানীয়রা জানিয়েছেন, শহিদুল হক ও তার ভাই জিয়াউল হক লবণের ব্যবসা করেন। সকালে লবণ নিয়ে শহিদুল হক মহেশখালী গেছেন। এর মধ্যে বিকালের তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ ও দুই সন্তানের নিথর দেহ দেখ পায় প্রতিবেশীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ধারণা করা হচ্ছে, মেয়েদের বিষ খাইয়ে মারার পর নিজেই ফাঁসিতে ঝুলেন শহিদুল হকের স্ত্রী।

দ্বিতল বাড়িতে জিয়াউল হক নিচে ও শহিদুল হক ওপরে বাস করছেন। শহিদুলের শোবার ঘরেই মা-মেয়ের মরদেহগুলো দেখা যায়। উল্লেখ করার মতো কোনো পারিবারিক কলহের কথা কেউ জানাতে পারছেন না স্থানীয়রা।

সিআইডি টিম যাওয়া পর্যন্ত ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। খাটে দুই শিশুর মরদেহ পড়ে আছে আর গলায় রশি পেঁচানো মায়ের মরদেহটি ঝুলছিল ফ্যানের সঙ্গে। কী কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটলো এখনো জানা যাচ্ছে না। তদন্তের পর ঘটনার কারণ উদঘাটন হবে বলে বলছেন পুলিশ।