শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়ায় উত্তর ধূরুং ইউনিয়নের ১ নং ওয়ার্ড ওয়াইজার পাড়া এলাকায় তিন বসতবাড়ি আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে শীতবস্ত্র (কম্বল),হাড়িপাতিল,
কাপড়-চোপড়া খাদ্যসামগ্রীসহ বিভিন্ন সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরের জামান চৌধুরী এসব সহায়তা তুলে দেন।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত কবির আহমদ, মো.রাসেদ, নাজের হোসাইনসহ তিন পরিবারে সহায়তার মধ্যে ছিল প্রতি পরিবার ২টি করে শীতবস্ত্র (কম্বল), ১০ কেজি চাল,২ কেজি ডাল, ৩ কেজি আলু, ২ লিটার তেল,২ কেজি পিয়াজ,লবন ১ কেজি ও অন্যান্য সহায়তা। পর্যায়ক্রমে আরও সহায়তা প্রদান করা হবে বলে ইউএনও নুরের জামান চৌধুরী আশ্বস্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জিল্লুর রহমান, উত্তর ধূরুং ইউপি চেয়ারম্যান আবদুল হালিমসহ প্রমুখ।