মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

জাপান সরকারের সহায়তায় জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক সংস্থা UNHCR কক্সবাজারে একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করবে। রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় বাসিন্দাদের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কক্সবাজারের উখিয়া’তে প্রস্তাবিত এ হাসপাতাল নির্মাণ করা হবে।

বিশ্বস্ত সুত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

সুত্র মতে, বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি’র সাথে ইউএনএইচসিআর কর্তৃপক্ষের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জাপান সরকার এই আধুনিক হাসপাতাল নির্মাণ প্রকল্পে ৩৭ কোটি ৭১ লাখ টাকা অর্থাৎ ৪.৪ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে। ২০১৭ সালের আগস্ট থেকে বাংলাদেশের রোহিঙ্গা শরনার্থী খাতে জাপান ১ হাজার ২৮৫ কোটি ৫০ লাখ টাকা অর্থাৎ ১৫০ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহযোগিতা করেছে। অব্যাহত সহায়তার অংশ হিসাবে জাপান সরকার উখিয়া-তে প্রস্তাবিত নতুন আধুনিক হাসপাতাল নির্মাণে ভূমিকা রাখছে।