সোয়েব সাঈদ:
বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে রশিদ নগর ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মোঃ মোয়াজ্জম মোর্শেদ এর উদ্যোগে ‘দিতে গর্ব নেই, নিতে লজ্জা নেই’ শ্লোগানে ‘মানবতার দেয়াল’ এর শুভ উদ্ভোধন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকাল ৪ টায় মোয়াজ্জম মোর্শেদ ও স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি এই উদ্যোগের শুভ সূচনা হয়। এসময় রশিদনগরের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন এবং এই মহতি উদ্যোগের জন্য মোয়াজ্জম মোর্শেদ ও সংশ্লিষ্ট উদ্যোগের সমর্থকদের ধন্যবাদ জানান।
এসময় মোয়াজ্জম মোর্শেদ বলেন, আমাদের সমাজে শীতকালে অনেক মানুষ শীত নিবারনের জন্য শীতের কাপড় কিনতে পারে না। আবার অনেক মানুষ শীতের কাপড় সঠিক জায়গায় দিতে পারে না। এ বিষয়টি খেয়াল করে যেন সমাজের অবহেলিত জনগোষ্ঠীর শীতের কষ্টটা একটু কম হয় সেজন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। পর্যায়ক্রমে ইউনিয়নের সবখানে এ উদ্যোগ ছড়িয়ে দেয়া হবে।
এসময় তিনি সবাইকে এ উদ্যোগের সঙ্গে থেকে মানবতার পাশে থাকার আহ্বান জানান। এসময় মাওলানা মোহাম্মদ মোর্শেদ দোয়া মোনাজাত পরিচালনা করেন।
রামুর রশিদনগরে আওয়ামীলীগ নেতা মোয়াজ্জম মোর্শেদের ‘মানবতার দেয়াল’
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
