শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া প্রতিনিধি:

কুতুবদিয়া বড়ঘোপ ইউনিয়নের স্থগিত ৭ নং ওয়ার্ডে পূণ: নির্বাচনে প্রশাসনের কাছে ৩ দাবি জানিয়েছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আ.ন. ম শহীদ উদ্দিন ছোটন।

রবিবার ( ২৮ নভেম্বর) স্থানীয় সংবাদকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব দাবির কথা জানান। ৩০ নভেম্বর ওই ওয়ার্ডের পিলটকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। কেন্দ্রে প্রথম শ্রেণির কর্মকর্তা প্রিসাইডিং সহ ৬ বুথে ৬ জন উপজেলা প্রশাসনের সরকারি কর্মকর্তা সহকারি প্রিসাইডিং অফিসার,নিরাপত্তায় পর্যান্ত ফোর্স ও ভোটের দিন (মঙ্গলবার) সকালে ভোট কেন্দ্রে নির্বাচনি ব্যালট পেপার সরবরাহের দাবি জানান তিনি।

নির্বাচনি ক্যাম্পেইং করতে গিয়ে তিনি সহ তার কর্মীরা হামলার শিকার হওয়ায় তিনি নির্বাচন সুষ্ঠ গ্রহণের আশংকায় এ দাবি করেন বলে জানান।
এসময় কুতুবদিয়া প্রেসক্লাব সেক্রেটারী এম.এম হাছান কুতুবী, সিনিয়র সাংবাদিক এম. এ মান্নান, সাংবাদিক নজরুল ইসলাম, আবুল কাশেম, মনিরুল ইসলাম, শাহেদুল ইসলাম মনির প্রমূখ উপস্থিত ছিলেন।