আব্দুস সালাম,টেকনাফ:
কক্সবাজারের টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ জোনের সদস্যরা অভিযান চালিয়ে ১২ হাজার ইয়াবাসহ দুই নারীকে আটক করা হয়েছে।
টেকনাফ বিশেষ জোন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত।করেন।
তিনি জানান,বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের একটি টিম তারই নেতৃত্বে
টেকনাফের হ্নীলা ইউনিয়নের নোয়াপাড়া বাজারের সন্নিকটে রাস্তার উপর টেকনাফ থেকে কক্সবাজার গামী জ-১১-০২৩৬ মিনবাস থামিয়ে যাত্রী বেসে উঠার সময় সাবরাং ইউনিয়নের ২নং ওয়ার্ডের হিন্দু পাড়া হাসিরাম বাড়ি এলাকার অশ্বিনী কুমার দে এর ও স্বামী সোনা ধরের স্ত্রী সুমিত্রা দে ( ২৩ ) এবং সদরের ডেইলপাড়া ক্ষেতির বিল এলাকার রঞ্জন কুমার শীলের মেয়ে ও শঙ্কর পালের স্ত্রী সমিতা পাল ( ৩৫ ) এদের দেহ তল্লাশী করে ১২ হাজার পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করতে সক্ষম হয়।
এসময় সঞ্জয় সরমা (৩০) নামে এক ব্যক্তি পলাতক রয়েছে বলে জানা যায়। উদ্ধারকৃত মাদকের আলামত এর আনুমানিক মূল্য প্রায় ৩৬ লক্ষ টাকা।
তিনি আরো জানান,আটককৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।