নিজস্ব প্রতিবেদকঃ
নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে সদ্য সমাপ্ত চেয়ারম্যান পদে সামান্য ভোটে হেরে যাওয়া চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ তৈয়ব উল্লাহকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার (২১ নভেম্বর) কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেনের আমলি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জানা যায় গেল জাতীয় সংসদ নির্বাচনে, রামুর কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনিয়া ফইজুল উলুম ফাজিল মাদ্রাসা কেন্দ্রে সৃষ্ট ঘটনায় পুলিশের দায়েরকৃত মামলার, তিনি চার্জশীটভুক্ত প্রধান আসামি তৈয়ব উল্লাহ। সোমবার আদালতে উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তাঁর জামিন নামুন্জর করে, বিচারক এ আদেশ দেন। মুহাম্মদ তৈয়ব উল্লাহ সদ্য সমাপ্ত কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চশমা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে সামান্য ভোটে নির্বাচিত চেয়ারম্যান আবু মোঃ ইসমাইল নোমানের কাছে হেরে যান।