মোহাম্মদ হোসেন,হাটহাজারী:
চট্টগ্রামের হাটহাজারী উপজেলা হাসপাতালে ফের এক নবজাতকের জীবন রক্ষার্থে দ্রুত এগিয়ে এলেন কর্তব্যরত চিকিৎসক । হাসপাতাল সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ নভেম্বর) এক প্রসুতি মাকে সিএনজি অটো-রিকশা করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সোহানিয়া আক্তার বিল্লাহ দ্রুত মহিলাটিকে সিএনজি অটো-রিকশায় প্রসব সম্পাদন করেন। মহিলাটি স্বামী মোহাম্মদ মারুফ উপজেলার গুমান মর্দন ইউনিয়নের বাসিন্দা।

ডাঃ সোহানিয়া বলেন, মহিলাটিকে বেলা সাড়ে ১২টার সময় জরুরী বিভাগে নিয়ে এলে তখন তাকে বেড এ নিয়ে যাওয়ার অবস্থা ছিল না যার কারনে সৃষ্টি কর্তার উপর নির্ভর করে আমি গাড়িতে ডেলিভারী করতে বাধ্য হই। নবজাতক  ও মা দুজনেই সুস্থ আছেন বলে জানান এই চিকিৎসক।
উল্লেখ্য থাকে যে,গত (৭ নভেম্বর) দুপুরের দিকে বহির্বিভাগের জাকিয়া সুলতানা (২১) নামে এক মহিলাকে গাড়িতে ডেলিভারী করতে বাধ্য হন ডাঃ সোহানিয়া আক্তার বিল্লাহ । আল্লাহ্র রহমতে উভয়ই সুস্থ আছেন বলে জানান টিএইচও সৈয়দ ইমতিয়াজ হোসাইন।