শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া প্রতিনিধি:
দুযোর্গ প্রবণ দ্বীপ কুতুবদিয়া উপজেলায় নির্মিত তিন তলা বিশিষ্ট স্কুল ভিত্তিক ১১টি বহুমুখী আশ্রয় কেন্দ্রের মধ্যে ছয়টি হস্তান্তর করা হবে আগামী ডিসেম্বর মাসে।
এ ভবনগুলো হল অমজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়,পূর্ব ধূরুং সরকারি প্রাথমিক বিদ্যালয়,বাইঙ্গাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়,চর ধূরুং সরকারি প্রাথমিক বিদ্যালয়,দক্ষিণ লেমশীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকী পাঁচটি কৈলস্যাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জুম্মাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মলমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়,পূর্ব তাবালেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় জানুয়ারীতে করা হবে।
বিশ্ব ব্যাংকের ৫২ কোটি টাকা আর্থয়নে এ ভবনগুলো বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগ এলজিইডি।
এভবনে দুর্যোগ কালীন সময়ে বিপদাপন্ন মানুষ ও তাদের গুরুত্বপূর্ণ সম্পদ এবং প্রাণী সম্পদের সুরক্ষা দেওয়া সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এ ছাড়া আশ্রয় কেন্দ্রগুলোতে শিশুদের পড়াশোনা সুযোগ হিসাবে ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের উন্নত পরিবেশ দেওয়া যাবে।
২০১৭ সালের ডিসেম্বর মাসে ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়াহিদ কনস্ট্রাকশনের মাধ্যমে শুরু হওয়া বহুমুখী আশ্রয় কেন্দ্রগুলোর কাজ ২০১৯ সালে শেষ হাওয়ার কথা থাকলেও করোনা মহামারীর কারণে তা শেষ করা যায় নি বলে অফিস সূত্রে জানা যায়।
উপজেলা সহকারী প্রকৌশলী (এসও) জামাল খাঁন বলেন,স্কুল ভিত্তিক ১১টি বহুমুখী আশ্রয় কেন্দ্রের কাজ সম্পন্ন হাওয়ার পথে তার মধ্যে ছয়টি আগামী মাসের ডিসেম্বর দিকে হস্তান্তর করে হবে। বাকী পাঁচটি জানুয়ারীতে হস্তান্তর করে হবে বলে তিনি জানান।
—