সোয়েব সাঈদ, রামু:
কক্সবাজার-৩ (সদর, রামু, ঈদগাঁও) আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল বলেছেন- নৌকা দেশের সার্বভৌমত্ব রক্ষা ও উন্নয়নের প্রতীক। নৌকা প্রতীকের প্রার্থীকে জয়ী করা মানে এলাকার উন্নয়ন ত্বরান্বিত করা। চাকমারকুলের জনসাধারণ বিপুল ভোটে নৌকাকে জয়ী করে প্রধানমন্ত্রীকে সম্মানিত করেছেন। এখন প্রধানমন্ত্রী এ এলাকার জনসাধারণের কল্যাণ ও উন্নয়নে অতীতের মতো অবদান রেখে যাবেন।
রামু উপজেলার ১০ নং চাকমারকুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ বারের মতো বিপুল ভোটে বিজয়ী নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদারের বিশাল গণসংবর্ধনা ও শুকরানা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি এসব কথা বলেন।
সংবর্ধনার জবাবে নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার বলেন- ‘চাকমারকুলবাসী নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং আমাকে সম্মানিত করেছেন। এখন প্রধানমন্ত্রীর মাধ্যমে আগামী ৫ বছরের মধ্যে চাকমারকুলকে একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত করবো। বিগত ৫বছরে এ ইউনিয়ন কোটি কোটি টাকার উন্নয়ন হয়েছে। জনগণের সুখ দুখের সাথী হয়ে এ নির্বাচনী এলাকার যোগাযোগ, স্বাস্থ্য, নদী ভাঙ্গন, শিক্ষা সহ সকল ক্ষেত্রে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। আগামী ৫বছরে এ ইউনিয়নের অবশিষ্ট সকল উন্নয়ন কর্মকান্ড সম্পন্ন করবো। এ জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।’
রবিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৬টায় কলঘর ষ্টেশনে স্থানীয় প্রবীন সমাজসেবক আব্দুল হালিম মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা ও শুকারানা সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ি ক্রীড়াবিদ গিয়াস উদ্দিন কোম্পানী, জেলা পরিষদ সদস্য নুরুল হক কোম্পানী, রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, রামু উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সাংবাদিক খালেদ হোসেন টাপু, কক্সবাজার জেলা তাঁতী লীগের সিনিয়র সহ-সভাপতি আনছারুল হক ভূট্টো, রামু ক্যান্টনমেন্ট স্কুলের প্রভাষক আহমেদ কামাল, যুবনেতা সালাহ উদ্দিন, ফরিদুল আলম, নবনির্বাচিত মহিলা সদস্যা মরিয়ম বেগম, আল মর্জিনা ও গুলজার বেগম, নব নির্বাচিত ইউপি সদস্য বেলাল উদ্দিন, শাহাব উদ্দিন, নুরুল ইসলাম নুরু, রাসেল, মঈন উদ্দিন, মো. হোসেন, সৈয়দ নুর, হাফেজ নুরুল আজিম, মাওলানা আব্দুল গফুর, সৌদি প্রবাসী মাহবুব, আবু বক্কর মেম্বার, মাসুদুর রহমান সুজন, ছাত্রলীগ নেতা হুমায়ন, হাফেজ শফি উল্লাহ, মোহাম্মদ হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, ছাত্রলীগ নেতা সোয়েব সিদ্দিকী আদিল।