মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

হুন্ডি সম্রাট ও চোরাকারবারি ঈদাগাহ’র রেজাউল করিম ওরফে পলাশ’কে র‍্যাব-১৫ আটক করেছে। র‍্যাব-১৫ এর একটি টিম ১৪ নভেম্বর রোববার রাত সাড়ে ৯ টার দিকে তাকে আটক করে।

র‍্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো: আবু সালাম চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

শীর্ষ চোরাকারবারী ও হুন্ডি সম্রাট ঈদগাঁও এর রেজাউল করিম পলাশের কাছ থেকে প্রায় ১৪ লক্ষ টাকা মূল্যের ২৩২ গ্রাম অবৈধ স্বর্ণ, হুন্ডির নগদ ১৬ লক্ষ ৩৫ হাজার টাকা, ৩৬ টি চেকবই, বিপুল পরিমান এটিএম/ভিসা কার্ড ও ১০ টি মােবাইল ফোন উদ্ধার করা হয়। ধৃত রেজাউল করিম পলাশ ঈদগাহ উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের উত্তর ফাঁহাসিয়াখালী গ্রামের নুরুল আলমের পুত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘ এক যুগ ধরে এসব অবৈধ ব্যবসায় জড়িত আছে মর্মে স্বীকারোক্তি দিয়েছে বলে র‍্যাব-১৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। রেজাউল করিম পলাশকে ঈদগাহ থানায় সোপর্দ করা হয়েছে এবং সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে চালান দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে বলে ঈদগাহ থানা সুত্রে জানা গেছে।