হ্যাপী করিম,মহেশখালী :
বাংলাদেশ বৈদেশিক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মানামা-বাহারাইন দূতবাসের (শ্রম) সচিব হিসেবে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. মাহফুজুর রহমান পদোন্নতি হওয়ায় মহেশখালী প্রেসক্লাবের পক্ষথেকে বিদায় সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
১২ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টায় মহেশখালী উপজেলা নির্বাহী কার্যালয়ে মহেশখালী প্রেসক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিদায়ী অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহফুজুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহেশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি সাইফুল ইসলাম, মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা ডাঃমোঃ ফিরোজ খান,গোরকঘাটার তহশীলদার মুহাম্মদ উল্লাহ।
বিদায়ী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এবং স্বাগত বক্তব্য দেন মহেশখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ছালামত উল্লাহ। বিদায় সম্মাননা প্রদানকালে স্মৃতি চারণ মূলক বক্তব্য রাখেন মহেশখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি ফরিদুল আলম দেওয়ান,
সাবেক সভাপতি জয়নাল আবেদীন, সাবেক সভাপতি হারুনর রশিদ, সহ সভাপতি ছৈয়দ মোস্তবা আলী,প্রেসক্লাবের সিনিয়র সদস্য সমকাল প্রতিনিধি মোহাম্মদ শাহাব উদ্দিন। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক গাজী আবু তাহের, সাংগঠনিক সম্পাদক এম তারেক রহমান, অর্থ সম্পাদক মকছুদুর রহমান,প্রচার ও দপ্তর সম্পাদক আব্দুর রশিদ, সাংবাদিক এম বশির উল্লাহ, সিরাজুল হক সিরাজ,মাওলানা সরওযার কামাল,এম নুরুল কাদের প্রমুখ।
অনুষ্ঠানের শেষে বিদায়ী অতিথি ইউএনও মাহফুজুর রহমানকে ক্রেস্ট প্রদান করা হয়।
প্রসঙ্গত, মাহাফুজুর রহমান মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে গত ১০ সেপ্টেম্বর ২০২০ যোগদান করার পর স্বল্প সময়ের মধ্যে মহেশখালীকে নান্দনিকভাবে সাজানোর একাধিক পরিকল্পনা বাস্তবায়ন করে। তিনি ইউএনও হিসেবে অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে অনেক সুনাম অর্জন করেন। সম্প্রতি তিনি প্রথম শ্রম মন্ত্রনালয়ে মানামা-বাহারাইন দূতবাসের (শ্রম) সচিব হিসেবে পদোন্নতি হয়ে নতুন কর্মস্থলে যোগদান করবেন।