সিবিএন ডেস্ক:
জ্বালানি তেলের দাম বৃদ্ধি হলে এর সঙ্গে মৎস্য পরিবহন ভাড়া বৃদ্ধিসহ জ্বালানি ব্যবহার করে উৎপাদিত বিভিন্ন পণ্য এবং সেবার মূল্যও বেড়ে যায়।
ফলে একটি পণ্যের মূল্য বাড়ালে ভোক্তাকে বহু পণ্যের মূল্য বৃদ্ধির ভার সইতে হয়।
তাই কেরোসিন ও ডিজেলের মূল্য বৃদ্ধি না করে বরং মূল্য কমানোর দাবি বোট মালিক, মৎস্য ব্যবসায়ী ও মাঝি মাল্লাদের।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে মৎস্য আহরনে নিয়োজিত বোট সমুহ বন্ধ হয়ে যেতে পারে বলে আশংকা বোট মালিকদের। লিটারে ১৫ টাকা বৃদ্ধি হলে প্রতি ট্রিপে লোকসান গুনতে হবে বোট মালিকদের। ফলে মৎস্য আহরনের পেশা থেকে গুটিয়ে নিলে বেকার হয়ে পড়বে লক্ষ লক্ষ মাঝি মাল্লা ও শ্রমিক। একদিকে জাতীয় অর্থনীতিতে রাজস্ব কমে যেতে পারে অন্যদিকে মাছের সংকটে পড়বে দেশবাসী। মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বোট মালিক, শ্রমিক, জেলেদের আকুতি জ্বালানি তেলের দাম কমানোর জন্য।
গতকাল নাজিরারটেক বোট মালিক সমিতি, মাঝি মাল্লা সমিতি, মৎস্যজীবি সমিতি, নাজিরারটেক মৎস্য ব্যবসায়ী সমিতিসহ ডজনখানেক সংগঠনের উদ্যোগে জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ১নং ওয়ার্ড কাউন্সিলর এম আকতার কামাল আজাদ।
বক্তব্য রাখেন বোট মালিক সমিতির সভাপতি আবুল বশর বহদ্দার, মাঝি মাল্লা সমিতির সভাপতি নুরুল বশর বাদশা, মৎস্য ব্যবসায়ী সমিতির অর্থ সম্পাদক আতাউর রহমান কায়সার ও বোট মালিক সমিতির নেতা মোঃ আরমান।
মৎস্য ব্যবসায়ী নেতা আবদুল আজিজ রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মৎস্যজীবি সমিতির সভাপতি জাতীয় পুরস্কার প্রাপ্ত ব্যবসায়ী আমান উল্লাহ আমান সওঃ, সেলিম বহদ্দার, নাসির উদ্দিন বহদ্দার, জানে আলম জানু বহদ্দার, সিরাজ বহদ্দার, আতিক সওঃ, শেখ শহিদুল ইসলাম বাবুল, লিয়াকত আলী বহদ্দার, সরওয়ার আলম সওঃ, আবদুশ শুকুর বহদ্দার, জামাল সওঃ, এরশাদ বহদ্দার, ইউনুস কোং ও মাওঃ এহসান প্রমুখ।
জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে বোট মালিক ও শ্রমিকের মানববন্ধন
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
