মোঃ আরাফাত সানী, টেকনাফ :

বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এ প্রতিপাদ্য কে সামনে রেখে সারা দেশের ন্যায় টেকনাফ উপজেলা প্রশাসন ও সমবায় কার্য্যালয়ের আয়োজনে ৫০ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

শবিবার (০৬ অক্টোবর) সকালে জাতীয় পতাকা উত্তোলন শেষে এক সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এরফানুল হক চৌধুরী’র সভাপতিত্বে,সঞ্চালনায় ছিলেন উপজেলা সহকারী সমবায় অফিসার শ্যামল বড়ুয়া ।

সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শওকত হোসেন, উপজেলা সিপিপি কর্মকর্তা আব্দুল মতিন সহ সাংবাদিক ও উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি ও নেতা কর্মীরা।

এ সময় বক্তারা বলেন, উপজেলার অধিকাংশ সমিতির সমবায় সমিতি রেজিষ্ট্রেশন করে নাম বেনামে সংগঠনগুলো বিভিন্ন স্থানে চাঁদা আদায় করে আসছে। আর্থসামাজিক উন্নয়ন এবং যোগ্য নেতৃত্বের মাধ্যমে সমবায় এর বিকল্প নেই। এর পাশাপাশি মাদকমুক্ত সমাজ এবং সমৃদ্ধশালী দেশ গড়তে সবাইকে জাতি-ধর্ম নির্বিশেষে এগিয়ে আসতে হবে। এ সময় বক্তারা টেকনাফ সমবায় অফিসের নানা অনিয়ম কথা তুলে ধরেন।