শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া:

বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্য নিয়ে কুতুবদিয়া উপজেলায় ৫০ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।

শনিবার ( ৬ নভেম্বর ) বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে সমবায়ীদের অংশগ্রহণে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন র‌্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদের চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরের জামান চৌধুরী সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা ওসমান গণী সঞ্চালনায় সভায়
বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) জিল্লুর রহমান, সাংবাদিক এস.কে.লিটন কুতুবী,কাইছার সিকদার, এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন প্রমুখ। এতে অংশগ্রহন করেন সমবায়ীসহ উপজেলা বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নুরের জামান চৌধুরী বলেন, সমবায়ীদের সরকার প্রণোদনা দিয়েছে, দারিদ্র দূরীকরণে সমবায়ীদের ভূমিকা রাখতে হবে।
সমবায়ের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করে আর্থ-সামাজিক উন্নয়ন ঘটানো সম্ভব হবে।

পরে, ১৪ জনকে চেক বিতরণ করা হয়।