সংবাদ বিজ্ঞপ্তি:  যুক্তরাজ্যের গ্লাসগোতে ৩১ অক্টোবর ২০২১ থেকে শুরু হতে যাওয়া কপ-২৬/জলবায়ু সম্মেলনকে সামনে রেখে কয়লাভিত্তিক জ্বালানি ব্যবহার বন্ধ ও নবায়নযোগ্য জ্বালানি প্রসার ও প্রতিশ্রুত জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি-সনাক, টিআইবি, চকরিয়া।  ৩১ অক্টোবর  রবিবার সকাল ১১:০০ – ১২:০০ টা পর্যন্ত উপজেলার চিরিঙ্গা নিউ মার্কেটের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা এই দাবি তুলে ধরেন। সনাক-টিআইবি, চকরিয়া কর্তৃক আয়োজিত এই মানববন্ধনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), চকরিয়া উপজেলা শাখা তাদের নিজস্ব ব্যানারে অংশগ্রহণ করে।

সনাক-টিআইবি, চকরিয়া’র ইয়েস সদস্য মো: ইসফাতুল হোসাইন এর সঞ্চালনায় মানববন্ধন পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় সনাক সভাপতি জনাব বুলবুল জান্নাত শাহিন বলেন, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য ১৯৬টি দেশ ছয় বছর আগে প্যারিস চুক্তিতে সম্মত হলেও চুক্তি বাস্তবায়নের পথরেখা চূড়ান্ত করতে পারেনি। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ঠেকানোর ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা কার্বন নিঃসরণকারী জীবাশ্ম জ্বালানি বিশেষ করে কয়লার ব্যবহার ও রপ্তানি বেড়েছে এবং কয়লাভিত্তিক জ্বালানি প্রকল্পে অর্থায়ন বৃদ্ধি পেয়েছে। উন্নয়নশীল দেশগুলোতে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে প্রযুক্তিগত সহায়তা এবং ক্ষতিপূরণ বাবদ প্রতিশ্রুত উন্নয়ন সহায়তার ‘অতিরিক্ত’ এবং ‘নতুন’ প্রতিবছর ১০০ বিলিয়ন ডলার জলবায়ু তহবিল হিসাবে প্রদানে জলবায়ু পরিবর্তনের জন্য মুখ্যত দায়ী শিল্পোন্নত দেশসমূহ ব্যর্থ হয়েছে। সার্বিকভাবে প্যারিস চুক্তি বাস্তবায়নে এবং জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রদত্ত অঙ্গীকার প্রতিপালনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও শুদ্ধাচার নিশ্চিতে ঘাটতি পরিলক্ষিত হচ্ছে। কয়লার ব্যবহার সম্পূর্ণ বন্ধ করা, ২০৫০ সালের মধ্যে ‘নেট-জিরো’ গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ লক্ষ্যমাত্রা অর্জন, প্রতিশ্রুত জলবায়ু অর্থায়ন প্রদান, বর্ধিত স্বচ্ছতা কাঠামো ও প্যারিস রুলবুক চূড়ান্ত করাসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতায় এবছর কপ-২৬ সম্মেলনকে শেষ সুযোগ হিসাবে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, প্যারিস চুক্তি অনুযায়ী বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ঠেকাতে দেশগুলো জীবাশ্ম জ্বালানি আহরণ ও ব্যবহার কমানোর কথা থাকলেও বাস্তব চিত্র উল্টো। শিল্পোন্নত দেশগুলো ২০৩০ সাল নাগাদ জীবাশ্ম জ্বালানি, বিশেষ করে কয়লা উৎপাদন ও ব্যবহার ১১০ ভাগ বাড়ানোর পরিকল্পনা করছে। এর মধ্যে কয়লার উৎপাদন বাড়ানোর পরিকল্পনা হচ্ছে সবচেয়ে বেশি ২৪০ ভাগ, তেল ৫৭ ভাগ আর গ্যাস ৭১ ভাগ। জীবাশ্ম খাতে জি-২০ দেশগুলো বাড়তি ৩০০ বিলিয়ন ডলার অর্থায়ন করার পরিকল্পনাও করছে। জাপান, চীন ও কোরিয়াসহ বিশ্বের উন্নত দেশসমূহ বাংলাদেশে ১৯টি কয়লা ও এলএনজিভিত্তিক প্রকল্পে অর্থায়ন ও কারিগরি সহায়তা প্রদান করছে। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের উপকূলীয় জেলায় বন ও পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন হবে এবং ১ কোটি ৫০ লক্ষ মানুষের জীবন ও জীবিকা আরও হুমকির মুখে পড়বে।

অন্যান্যদেও মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা  কার্য পরিচালনা কমিটির আহবায়ক জনাব হাজী মো: বশিরুল আলম, সচেতন নাগরিক কমিটি, সনাক-টিআইবি, চকরিয়ার এরিয়া কো-অর্ডিনেটর মো: আবু বকর, সনাক-টিআইবির সদস্য জনাব মহব্বত চৌধুরী সহ সনাক ও বাপা’র স্থানীয় নেতৃবৃন্দ।

মানববন্ধন শেষে সনাক-টিআইবি, চকরিয়ার পক্ষ থেকে সরকারের করণীয় শীর্ষক কিছু দাবী পেশ করা হয়;

বাংলাদেশ সরকারের করণীয়:

২০২১ সালের পরে নতুন কোনো প্রকার কয়লা জ্বালানি নির্ভর প্রকল্প অনুমোদন ও অর্থায়ন না করার ঘোষণা দিতে হবে;
নেট জিরো লক্ষ্যমাত্রা অর্জনে কপ-২৬ সম্মেলনে একটি আইনি সমঝোতা করতে ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) নেতৃত্বে বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে শক্ত অবস্থান গ্রহণ করতে হবে;
জীবন-জীবিকা, বন ও পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ শিল্পায়ন কার্যক্রম স্থগিত করে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ কৌশলগত পরিবেশের প্রভাব নিরুপন সাপেক্ষে অগ্রসর হতে হবে;
একটি সুনির্দিষ্ট রোড়ম্যাপসহ প্রস্তাবিত ইন্ট্রিগ্রেটেড এনার্জি এন্ড পাওয়ার মাস্টার প্ল্যান (আইইপিএমপি)’তে কৌশলগতভাবে নবায়নযোগ্য জ্বালানিকে গুরুত্ব দিতে হবে;
জ্বালানি খাতে স্বার্থের দ্বন্দ্ব সংশ্লিষ্টদের বাদ দিয়ে একটি অন্তর্ভুক্তি ও অংশগ্রহণমূলক উপায়ে প্রস্তাবিত ইন্ট্রিগ্রেটেড এনার্জি এন্ড পাওয়ার মাস্টার প্ল্যান (আইইপিএমপি) প্রণয়ন করতে হবে;
বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বৃদ্ধিতে এ খাতের জন্য স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি সময়াবদ্ধ পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং সুনির্দিষ্ট রূপরেখা প্রণয়ন করে প্রশমন বিষয়ক কার্যক্রম স্বচ্ছতার সাথে বাস্তবায়নে পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে, এ খাতে স্থানীয় ও আন্তর্জাতিক বিনিয়োগ বৃদ্ধি সহায়ক নীতিমালা প্রণয়ন ও অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।