হ্যাপী করিম, মহেশখালী:
মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নে দক্ষিণ রাজঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন এলাকায় শুক্রবার ৮ অক্টোবর বিকাল ৫টায় সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে ৪ যাত্রীসহ পাশের পুকুরে পড়ে যায়।
জানা যায়, মাতারবাড়ী সিএনজি স্টেশন থেকে যাত্রী নিয়ে রওয়ানা হয়। সিএনজিতে থাকা ১ মহিলা ও ৩ পুরুষ যাত্রী ছিল। সিএনজিটি দক্ষিণ রাজঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছাকাছি গেলে সামনের চাকার এক্সেল ভেঙ্গে সিএনজি চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্বে ভরা পুকুরে পড়ে যায়। ঘটনা দেখে স্থানীয় লোকজন যাত্রীদের উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারের পরে আহতদের পাশের একটি ফার্মেসীতে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসা জন্য স্থাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।