আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের আনোয়ারায় শঙ্খনদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সোমবার বিকেলে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান চলাকালে একটি খননযন্ত্র (ড্রেজার) জব্দ করা হয়। উপজেলার জুঁইদÐী ইউনিয়নের খুরুস্কুল গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানভীর হাসান চৌধুরী।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানভীর হাসান চৌধুরী বলেন,খুরুস্কুল গোদারপাড় এলাকায় শঙ্খনদ থেকে বালু তোলার জন্য কাউকে ইজারা দেওয়া হয়নি। কিন্তু আব্বাস উদ্দিন নামের এক ব্যক্তি খননযন্ত্র দিয়ে শঙ্খনদ থেকে বালু উত্তোলন করছিলেন। খবর পেয়ে সোমবার বিকেলে অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে বালু তোলার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় ওই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বালু তোলার একটি খননযন্ত্র (ড্রেজার) জব্দ করা হয়েছে।