ইমাম খাইর, সিবিএন:
টানা বর্ষণেও চলছে জেলা প্রশাসনের লকডাউন বাস্তবায়নের কার্যক্রম। চলছে মোবাইলকোর্ট। বিধিনিষেধ অমান্য করার অভিযোগে আদায় করা হচ্ছে জরিমানা।

শুক্রবার (৩০ জুলাই) জেলা ও উপজেলা শহর মিলে পরিচালিত অভিযানে ৯০ জনের নিকট থেকে ৪০,৩৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ দিন পৃথক ১৯ অভিযানে মোট মামলা হয়েছে ৮৮টি।

সরকারি আদেশ বাস্তবায়নে জেলা প্রশাসনের পৃথক মোবাইল কোর্ট এসব জরিমানা করে। এ সময় সচেতনতামূলক প্রচারণাও চালানো হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজি মাহবুবা মৌনা এসব তথ্য জানিয়েছেন।

তার তথ্য মতে, জরিমানাপ্রাপ্তদের মধ্যে কক্সবাজার পৌর এলাকায় ৫৩ জন ২৭,৩৫০ টাকা,সদরে দুইজন ৪০০ টাকা, চকরিয়ায় দুইজন ৪০০ টাকা, কুতুবদিয়ায় ১০ জন ২,৫০০ টাকা,মহেশখালী ১৬ জন ৮,০০০টাকা, রামু ৩ জন ১,০০০টাকা এবং টেকনাফে ৪ জন ৭০০ টাকা।

উল্লেখ্য, লকডাউনের প্রথম দিন ১৩৬ জনকে ৬৪ হাজার ৪৫০ টাকা, দ্বিতীয় দিন ১৩৭ জনকে ৫৭ হাজার ৬০০ টাকা, তৃতীয় দিন ২৩৩ জনকে ১,৪৮,৫৪০ টাকা, চতুর্থ দিন ২০১ জনকে মোট ১ লক্ষ ৩৭ হাজার ৩০০ টাকা, পঞ্চম দিনে ৮৮ জনকে মোট ৫৬ হাজার ৮৫০ টাকা, ষষ্ঠ দিনে ৫১ জনকে ২৭ হাজার টাকা এবং ৭ম দিনে ১০৫ জনকে ৭০,৯৫০ টাকা জরিমানা করা হয়েছে।