জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর চাকঢালায় করোনায় কর্মহীন হয়ে পড়া প্রান্তিক জনগোষ্টির মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

জাতিসংঘের উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি) এর অর্থায়নে রবিবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১২টায় চাকঢালা জুনিয়র হাই স্কুলের মাঠে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা অাওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো: শফিউল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন- সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল আবছার ইমন, ইউএনডিপি বান্দরবান জেলা ব্যবস্থাপক খুশি রায় ত্রিপুরা, কর্মকর্তা মোঃ মোস্তাফা কামাল কামাল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামীম ইকবাল চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল।

এদিন উপজেলার ৫ ইউনিয়নে ৯ হাজার ২৬২ জন দরিদ্র ও অসহায় নারী পুরুষ উক্ত ত্রাণ সামগ্রী পেয়েছে।

ত্রাণ সামগ্রীর মধ্যে প্রতি পরিবারকে ১৫ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি পেয়াঁজ, ২টি সাবান, ২লিটার সয়াবিন তৈল, ৭ প্রকারের ফলজ বীজসহ মাস্ক ও হেক্সিসল দেয়া হয়।

উল্লেখ্য, আগামী ৩১ আগস্ট সোনাইছড়ি, ১ সেপ্টেম্বর উপজেলা মুক্তমঞ্চ চত্বর, ২ সেপ্টেম্বর দৌছড়ি, ৩ সেপ্টেম্বর বাইশারী ও ৪ সেপ্টেম্বর ঘুমধুম ইউনিয়নের ৭ হাজার ২৭৫ পরিবারে ত্রাণ সামগ্রী বিতরণ করবে ইউএনডিপি।