কবিতা : মানবতা

প্রকাশ: ১২ জুলাই, ২০২০ ১১:২২ , আপডেট: ১২ জুলাই, ২০২০ ১১:২৫

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


মোবারক হোসেন

হে নবীন,শোন?

বিভীষিকাময় এই পৃথিবীতে বিলীন আজ মানবতা,
শত সহস্র হচ্ছে, গুম-খুন,
সৃষ্টি হচ্ছে মায়ের বুকে শূন্যতা।
পৃথিবীটা আজ ধ্বংসের পথে,
এর দায় ভার কার?
চারিদিকে আজ মৃত্যুর আহাজারি, এর দায় তোমার আমার।

হে নবীন,
কখন ও কি ভেবে দেখেছো?
মানবতা আজ মুষুর্ষু কেন?
হিংস্রতার বাজার আজ বড়ই রমরমা,
মানুষের ভালবাসা যেনো,তেনো।

হে নবীন,
চড়া মূল্যে দূর্নীতি বিক্রি হচ্ছে,
আরও বেড়ে গেছে পাপাচার।
অসুস্থ এই শহরে,অসুস্থ সব মানুষ,
সুদ-ঘুষ কদাচার।

হে নবীন,
তুমি কি জানো?
তোমার হাতের অবশিষ্ট রুটির দিকে,
কয়েকশত অনাহারী শিশু মুখ চেয়ে থাকে।
বহু শিশু মরছে না খেয়ে,
খাবার অভাবে দূর্ভিক্ষ চলছে।

হে নবীন,
মানবতা আজ বিলীন প্রায়,
আছে তার সমাধান।
দূূর করতে হবে বর্ণ-বৈষম্য,ধনী-গরীব ব্যবধান।
তবেই পৃথিবীতে ফিরে আসবে শান্তি,
হাসবে রজনীগন্ধা।
হাসবো আমরা,বলব গনকন্ঠে মানবতা তুমি কার?
ভূলে যাবো হিংসা-বিদ্বেষ,কেনোনা,
মানুষ মানুষের তরে,মানবতা সবার।

 


মোবারক হোসেন, B.S.S(Honours) ,Department of Economics. Cox’s Bazar government College