এ কে এম ইকবাল ফারুক,চকরিয়া :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চকরিয়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল বৃহস্পতিবার (১২ মার্চ) বিকালে পৌর এলাকার ভরামুহুরীস্থ এটিএন পার্ক কমিউনিটি সেন্টার অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট ফখরুদ্দীন ফরায়েজীর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী। সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শামীম আরা স্বপ্না। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাংসদ এটিএম নুরুল বশর চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল হক, সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহিম চৌধুরী, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনছারুল ইসলাম চৌধুরী বাবুল মিয়া, মহেশখালী উপজেলা বিএনপির সভাপতি আবু বক্কর ছিদ্দিক, চকরিয়া পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র নুরুল ইসলাম হায়দার, সাধারণ সম্পাদক এম মোবারক আলী ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন প্রমুখ।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ শাহজাহান চৌধুরী বলেন, ভোট বিহীন নির্বাচিত আওয়ামীলীগ সরকার এদেশে বাকশালী শাসন কায়েম করতে চায়। সেজন্য তারা রাজনীতির মাঠে শক্তিশালী কোন বিরোধীদল থাকুক সেটা চায়না। আওয়ামীলীগে শাসনামলে আজ দেশ দূর্ণীতি ভরে গেছে। দলের কিছু সংখ্যক নেতাকর্মীরা শাসকদলের প্রভাব খাটিয়ে দূর্ণীতির মাধ্যমে কালো টাকার মালিক বনে গেছেন। এসব অবৈধ আয়ের হিসাব ওইসব নেতাদেরকে একদিন জাতির কাছে দিতে হবে। ভোট বিহীন নির্বাচিত আওয়ামীলীগ সরকারকে ক্ষমতাচ্যুত করতে আন্দোলনের বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি।
সম্মেলনে আরো বক্তব্য রাখেন, চকরিয়া উপজেলা যুবদলের সভাপতি এম ওমর আলী, পৌর যুবদলের সভাপতি শহীদুল ইসলাম ফোরকান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুল হাসান জাষ্টিস, উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি এসএ জয়নাল, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরীফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি মিনহাজ উদ্দিন, পৌর ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ, চকরিয়া কলেজ ছাত্রদলের সভাপতি নেজাম উদ্দিন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জকরিয়া, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নুরুল আবছার রিয়াদ, ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হানিফ মো: নোমানসহ উপজেলার সকল ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন। উক্ত সম্মেলনে চকরিয়া উপজেলা, পৌরসভা, মাতামুহুরী সাংগঠনিক বিএনপির অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।