মোহাম্মদ হোসেন, হাটহাজারী:
চট্টগ্রামের হাটহাজারী গালর্স স্কুল এন্ড কলেজ এর ৮ম শ্রেণীর ছাত্রী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ সামনে হাটহাজারী গালর্স স্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থী ও এলাকার শত শত মানুষ মানবন্ধন কর্মসূচি পালন করেন। এর আগে দিন রবিবার সন্ধ্যায় তুহিন এর মূত্যুর খবর ছড়িয়ে পড়লে কলেজ গেইট এলাকায় হত্যাকান্ডের বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করে।মানববন্ধনে শিক্ষার্থীদের বক্তব্যে হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবি জানান। মানববন্ধন অংশ নেয় হাটহাজারী গালর্স স্কুল এন্ড কলেজ পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব ইলিয়াছ তালুকদার, অধ্যক্ষ আলী আহমেদ,ম্যানেজিং কমিটি’র সদস্যাবৃন্দ এবং সকল শিক্ষক।
উল্লেখ্য, গত শ্রক্রবার সন্ধ্যায় দিকে তুহিন নিখোঁজ হয়।পরিবারের সদস্যারা সংশ্লিষ্ট থানায় একটি অভিযোগ করেন পুলিশ সন্দেহজনক ভাবে ওই ভবনের ৪র্থ তলা বাসার ভাড়াটিয়া মুন্নাকে আটক করেন। পরে পুলিশ তার কাছ থেকে কোনো তর্থ্য না পাওয়ায় তাকে ছেড়ে দেন। রবিবার রাত ৯ টার দিকে হাটহাজারী পৌর এলাকার কামাল পাড়া চার তলা ভবনের মুন্নার বাসা থেকে দুর্গন্ধ বের হতে থাকে পরে পুলিশ এসে ওই বাসার দরজা খুলে একটি সোফা সেট এর ভিতর থেকে পঁচা দুর্গন্ধ জনিত তুহিন এর মরদেহ উদ্ধার করা হয়। ফের পুলিশ মুন্নাকে আটক করে প্রাথমিক ভাবে জিঙ্গাসাবাদ করা হলে সে খুনের ঘটনা স্বীকার করেন। এ ব্যাপারে থানায় একটি হত্যার মামলা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।