নেজাম উদ্দিন:
কক্সবাজার নিউজ ডটকম। সংক্ষেপে সিবিএন। কক্সবাজার তথা পুরো বিশ্বের বাঙ্গালীদের একটি জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। কক্সবাজার জেলার মানুষদের অনলাইন জগৎ নিউজ ভিজিট করানো শিখিয়েছে সিবিএন।
আর এই প্রশংসার দাবিদার সকলের প্রিয় অধ্যাপক আকতার চৌধুরী স্যার। যার আপ্রান প্রচেষ্ঠার ফল আজকের সিবিএন।
নবজাতক শিশুকে যেভাবে লালন পালন করে বড় করতে হয়, ঠিক সেভাবে সিবিএনকে যত্ন দিয়ে যুবকে পরিপূর্ণ করেছেন।
স্যার এই ছোট একদিনের বাচ্চাকে যেমন রাতদিন পরিশ্রম করে বড় করতে হয়, ঠিক তেমনি আজ বড় হয়ে সফলতার মুখ দেখছেন।
মনে করি, স্যারের প্রথম সন্তান সিবিএন স্যারের পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে শিখেছে।
সম্মানের সাথে মাথা উচু করে সমাজে বাঁচার সব ধরনে কৌশল রপ্ত করে পর্যটন নগরীর সমুদ্র সন্তান হিসাবে বিশ্বে নিজের নাম আলোই আলোকিত করে যাচ্ছে। সিবিএন-সফল একটি নাম।
এর পেছনে আরেকজন মানুষের কথা না বলে পারছিনা। একদম বাড়িয়ে নয়, যা সত্যি তাই বলছি।লিখছি।
আমার চোখে দেখা যুগ্ম-বার্তা সম্পাদক ইমাম খাইর ভাই।
রাত দিন দেখেননি।যেখানে সংবাদ সেখানে খাইর ভাই। পাঠকের সংবাদ চাহিদা মেঠাতে আপ্রান চেষ্টা করছেন।গভীর রাতেও দেখেছি সিবিএন নিয়ে বসে আছেন।তার আপ দেয়া নিউজ আমার ফেসবুকে শো করছে।আসেলই ভাল লাগে,একজন সহকর্মীর সংবাদমোহ। নিউজপ্রীতি, কর্মপ্রীতি দেখে অনুপ্রাণিত হই।
যদি কোন অনুষ্টানে গিয়েছি- দেখি সেখানে খাইর ভাই উপস্থিত। কি সরকারী, কি বেসরকারী কিংবা অন্য কোন ঘটনার সরে জমিন। সবখানে খাইর ভাইয়ের বিচরণ চোখে পড়ার মতো।তিনি একজন বিচক্ষণ ও মেধাবী সাংবাদিক।একারণে তাকে অনেকে চারণ সাংবাদিকও বলে থাকেন। সিবিএন-এর অাজকের অবস্থানের জন্য খাইর ভাইয়ের ভূমিকা সবাইকে স্বীকার করতে হয়।
তিনি নিজের পরিচয় না দিয়ে সিবিএন-এর পরিচয় আগে দেন।তুলে ধরে সিবিএন-এর পরিচয়।
আমি এটি জানতে চেয়েছিলাম খাইর ভাইয়ের কাছ থেকে।
খাইর ভাই তখন আমাকে উত্তর দিয়েছিল, সিবিএন আমাদের সন্তান সমতুল্য।
যদি সন্তানকে সমাজে বা দেশে বা বহির্হিশ্বে পরিচিত করতে পারি তবে আমাদের সন্তানকে নিয়ে গর্ব করতে পারবো। তাই কোন প্রোগ্রামে গেলে সিবিএনকে পরিচয় করিয়ে দিই।আজ সিবিএন স্বার্থক। কোটি পাঠকের আস্থার ঠিকানা।
আমার দেখায়, সিবিএন কারো বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ করেনি। বস্তুনিষ্ট সংবাদের মাধ্যমে সিবিএন সবার মাঝে জায়গা করে নিয়েছে।
সিবিএন-এ প্রকাশিত সংবাদ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সহায়ক/সোর্স হিসেবে কাজ করে।
স্থানীয় পত্রিকাগুলোর জন্য সিবিএন অনেকটা নিউজ এজেন্সি। সিবিএন-এ নিউজ আপডেট না হলে অনেক সংবাদকর্মী টেনশনে থাকে। বেশ কয়েকটি স্থানীয় পত্রিকা নিউজ সংকটে ভোগে। সিবিএন-এর নিউজ নিয়ে বেঁচে আছে অনেকে।
কক্সবাজার নিউজ ডট কম (সিবিএন) আজ পরিপূর্ণ যুবক। সিবিএন-এর উপকারভোগী পাঠক, সংবাদকর্মী, স্থানীয় পত্রিকা।
শুভ হউক সিবিএন-এর আগামীর দিন।
সিবিএন একদিন অনেক বড় অবদান রাখবে আশা করছি।

নেজাম উদ্দিন
কক্সবাজার জেলা প্রতিনিধি
দৈনিক প্রিয় চট্টগ্রাম।