সংবাদ বিজ্ঞপ্তি:
আগামী ১৫ ফেব্রুয়ারী ২য় তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে কক্সবাজারে রাখাইন সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক সংগঠন রাখাইন তরুণ প্রজন্ম ঐক্য পরিষদ। ৬ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকালে টেকপাড়াস্থ রাখাইন ওয়েলফেয়ার এসোসিয়েশন প্রাঙ্গনে সংগঠনের সভাপতি জহিন রাখাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওয়ানশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নানা সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত সমূহ হলো- ৭ ফেব্রুয়ারী চৌফলদন্ডী শাখা বই বিতরণ ও ১৫ ফেব্রুয়ারী র্যালী, আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতা। সভায় রাখাইন তরুণ প্রজন্ম ঐক্য পরিষদের কক্সবাজার জেলা শাখার নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।