মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
চকরিয়া উপজেলার খুটাখালীতে প্রাইভেট কার ও ম্যাজিক গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ১ যাত্রী নিহত ও আহত হয়েছে উভয় গাড়ীর অন্তত ১২ জন যাত্রী। নিহত প্রাইভেট কার গাড়ীর মালিক জানে আলম রুমেল (৪০) চট্টগ্রাম কোতোয়ালি থানাধীন ফিরিংগি বাজার এলাকার আব্দুল করিমের পুত্র বলে জানা যায়। গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টার দীকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান এলাকায় দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় বর্ণীত সময়ে চকরিয়া থেকে ঈদগাঁওগামী যাত্রীবাহী একটি ম্যাজিক গাড়ী খুটাখালী জাতীয় উদ্যান মহাসড়কে ওভারটেক করতে গিয়ে কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কার গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হয় প্রাইভেট কার মালিক জানে আলম রুমেল। আহত হয়েছে উভয় গাড়ীর অন্তত ১২ জান যাত্রী। স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে ভর্তি করেন। আহতরা হলেন প্রাইভেট কার যাত্রী মনোয়ার আলম (৩৫), জিন্নাত সোলতানা (২৬), শামসুল আরেফিন (৩৮)সহ উভয় গাড়ীর অন্তত ১২ যাত্রী। রিপোর্ট লিখাকাল বিকাল সাড়ে ৪টায় হাসপাতালে অন্যান্য আহতরা অজ্ঞান থাকায় পরিচয় নেওয়া সম্ভব হয়নি। তবে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বৃদ্ধি পাওয়ার আশংকা করা হচ্ছে। এব্যাপারে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির নবাগত পুলিশ পরিদর্শক আলমগির হোসেন দুর্ঘটনার সত্যতা জানিয়ে বলেন নিহতের মৃতদেহ ফাঁড়িতে রক্ষিত আছে। স্বজনরা আসলে লাশ হস্তান্তর করা হবে। দুর্ঘটনা কবলিত গাড়ী দুটি উদ্ধার করে ফাঁড়িতে জব্দ রাখা হয়েছে।
খুটাখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১২
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।