সংবাদ বিজ্ঞপ্তি
ইসলামী ছাত্র সমাজ দেশের ঐতিহ্যবাহী কাফেলা। সংগঠনটি প্রতিষ্ঠাকাল থেকে যোগ্যতা সম্পন্ন মানুষ তৈরী করছে। ইসলামী ছাত্র সমাজ কক্সবাজার জেলার কর্মী সম্মেলনে সাবেক কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর আ.ফ.ম খালিদ হোসেন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বুধবার (৩১ জানুয়ারি) বিকালে শহরের কলাতলী এলাকার একটি আবাসিক হোটেলে অনুষ্ঠিত সম্মেলনে ড. খালিদ বলেন, সরকার আজ কওমী মাদরাসাকে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। অথচ ইসলামী ছাত্র সমাজের পক্ষ থেকে আমার দায়িত্ব পালনকালে ৪ পাতার লিখনিই আজকের বাস্তবতা।
তিনি দুঃখ করে বলেন, ড. আবুল বারাকাত মাদরাসায় পড়ুয়া ৭৫ শতাংশ ছাত্র বেকার বলে অপবাদ দিয়েছেন। বক্তব্যটি সম্পূর্ণ প্রতিহিংসামূলক ও অনুমান নির্ভর। তিনি বলেন, প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাম্বার বৈষম্যের মধ্যেও শীর্ষ স্থানে অস্থানকারীদের মধ্যে অনেক মাদরাসা ছাত্র রয়েছে। মাদরাসা ছাত্রদের হেয় করার অধিকার কারো নাই।
তিনি আরো বলেন, কোন মাদরাসা ছাত্র বেকার নাই। বেশী বড় মাপের চাকুরী না করলেও মাদরাসা-মসজিদে হলেও খেদমত করছে মাদরাসা পড়ুয়ারা।
ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সহ-সভাপতি ও কক্সবাজার জেলা সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মনজুরের সভাপতিত্বে জেলার কর্মী সম্মেলনে ডক্টর আ.ফ.ম খালিদ হোসেন বলেন, যারা প্রগতিবাদী তকমা লাগিয়ে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে সোচ্ছার হতে হবে। যারা প্রতিহিংসা পরায়ন হয়ে মাদারাসা শিক্ষার বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দিচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তাদের অপসারণ করা দরকার।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন -সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আব্দুল্লাহ আল মাসউদ খান। বিশেষ বক্তা -কক্সবাজার জেলা নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা হাফেজ ছালামতুল্লাহ, ইসলামী ছাত্রসমাজের প্রাক্তন কেন্দ্রীয় সংগঠন সচিব মাওলানা আ.হ. ম নুরুল কবির হিলালী, মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব, সাবেক সহকারী মহাসচিব আতিক ছিদ্দিকী, ভারপ্রাপ্ত মহাসচিব আতিকুর রহমান সিদ্দিকী, ঢাকা মহানগর সভাপতি এহতেশামুল হক সাখী।
জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল হামিদের সঞ্চালনায় কর্মী সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কক্সবাজার জেলার সাবেক সভাপতি আলহাজ্ব মাওলানা নুরুল আমিন, জেলা নেজামে ইসলাম পার্টির যুগ্ম সম্পাদক মাওলানা আব্দুচ্ছালাম কুদছী, সাংগঠনিক মাওলানা ফরিদুল হক, কক্সবাজার জেলা ইসলামী ছাত্রসমাজের সাবেক সভাপতি মাওলানা নুরুল হক চকোরী, শহর নেজামে ইসলাম পার্টির সাধারণ সম্পাদক মাওলানা খালেদ সাইফী, চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক ঈসা মাহমুদ হাশেমী, তরুণ লেখক খলীলুল্লাহ ফুরকান আমেল, মাওলানা মাহবুবুল মান্নান, প্রাক্তন নেতা মাওলানা সাইফুল ইসলাম সাইফী, মাওলানা হাফেজ ওমর ফারুক, মাওলানা হাফেজ হেলাল উদ্দীন, হাফেজ জিয়াউর রহমান জিয়া, জেলা সহ-সভাপতি মুহাম্মদ ইউছুফ মক্কী, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, পাঠাগার সম্পাদক মুহাম্মদ জায়নুল আবেদীন, রামু উপজেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ আতাউল্লাহ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুল করিম, চকরিয়া উপজেলা সহ-সভাপতি রিয়াদ উদ্দীন, উখিয়া উপজেলা সাধারণ সম্পাদক আলিম উদ্দীন, ছাত্রনেতা মুহাম্মদ অলিউল্লাহ, সাইফুর রহমান, শহীদুল্লাহ প্রমুখ।