সংবাদ বিজ্ঞপ্তি
নবগঠিত টেকনাফ পৌর শ্রমিক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকালে পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের বাসভবনে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি পৌর প্যানেল মেয়র রফিকুল ইসলাম।
তিনি বলেন, আওয়ামী লীগের অপশাসন-জুলুম নির্যাতনে দেশের সর্বস্তরের মানুষ অতীষ্ট। তাদের অপকর্মের কথা ব্যাপক হারে জনগণের সামনে তুলে ধরতে হবে। বিএনপি সরকারের উন্নয়ন-মহাপরিকল্পনার কথা জনগণকে স্মরণ করিয়ে দিতে হবে।
জেলা শ্রমিক দলের সভাপতি বলেন, আন্দোলন ছাড়া ক্ষমতার পট পরিবর্তন সম্ভব নয়। এজন্য আগামী আন্দোলনের জন্য সবাইকে যে যার অবস্থান থেকে প্রস্তুতি নিতে হবে।
পৌর শ্রমিক দলের আহবায়ক নুরুল ইসলাম ধইল্লার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন টেকনাফ পৌর বিএনপির সভাপতি আবদুর রাজ্জাক, সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন বাবলু, উপজেলা যুুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আবদুল আমিন আবুল, জেলা ছাত্র দলের সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন।
পৌর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুর রশিদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন- যুগ্ম-আহবায়ক মোহাম্মদ হোসেন, জালাল আহমদ, ওমর ফারুক বাদশা, শ্রমিক নেতা ভুলু, মো. রফিক, নুর মোহাম্মদ প্রমূখ।
এছাড়া সভায় বিভিন্ন ওয়ার্ডের প্রচুর নেতাকর্মী অংশ গ্রহণ করে।
আওয়ামী লীগের জুলুম নির্যাতনে দেশের মানুষ অতীষ্ট -রফিকুল ইসলাম
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।