শাহেদ মিজান, সিবিএন
কক্সবাজার সদর উপজেলার পিএমখালীতে পুলিশের ভয়ে পালানো নেজামুল হক প্রকাশ হাসু (৬০) নামের এক আসামীকে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে হত্যা করেছে বলে উঠেছে। বৃহস্পতিবার ভোররাতে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই ইউনিয়নের গোলারপাড়ার মোস্তাক আহামদের পুত্র।

নিহতের পুত্র কাউছারুল হক শুভ জানান, পুলিশের একটি দল তাদের বাড়িতে অভিযানে গেলে তার বাবা আসামী নেজামুল হক পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। পুলিশ চলে আসলে আত্মীয়-স্বজনেরা খুঁজতে বের হয়ে দেখেন বাড়ির অদূরে ধানক্ষেতের মাঠে নেজামুলকে পেটাচ্ছে কয়েকজন লোক। স্বজনেরা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। কাছে গিয়ে দেখা যায় ততক্ষণে নেজামুল মারা গেছেন।

কাউছারুল হক শুভ অভিযোগ করেন, আত্মীয় লেয়াকত ও রাসেলদের সাথে তাদের জমি সংক্রান্ত বিরোধ ছিলো তাদের। ওই বিরোধের জেরের এক মামলার আসামী ছিলো নিহত নেজামুল হক। সেই মামলার পরোয়ানা নিয়ে পুলিশ তাকে গ্রেফতার করতে যায়। পুলিশের অভিযানকে কৌশল হিসেবে ব্যবহার করে লেয়াকতের নেতৃত্বে একদল দুর্বৃত্ত নেজামুলকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে।

এ ব্যাপারে কক্সবাজার সদর থানার ওসি রনজিৎ বড়ুয়া বলেন, জমি বিরোধকে কেন্দ্র চাচাত ভাইয়ের হাতে হাসু খুন হয়েছে। নিহতের শরীরে মারধরের চিহ্ন রয়েছে। এ ঘটনা সম্পর্কে আরো কিছু তথ্য জানার আমরা একজন নারীকে আটক করেছি।

তিনি আরো বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।